Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত ফরিদপুর

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

“বায়ু দূষন রোধ করি, বাস যোগ্য ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্য়লয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসকের কার্য়ালয়ে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের কার্য়লয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ এনামুল হক ভূইয়া, অধ্যাপক রিজভী জামান, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আক্কাস হোসেন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলেদেন প্রধান অতিথি।