নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু নোয়াখালী / 
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় মিলয় (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে চৌমুহনী-চাটখিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিলয় মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাইদুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, মিলয় চৌমুহনী-চাটখিল সড়ক ধরে হাঁটছিলো। এ সময় লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী সার্ভিসের একটি বাস মজুমদারহাট সংলগ্ন সালামের দোকান এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে টাইমটাচনিউজকে জানান, ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।