Opu Hasnat

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

সৈয়দপুরে রেলপথ মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মশালা নীলফামারী

সৈয়দপুরে রেলপথ মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মশালা

সৈয়দা রুখসানা জামান শানু, নীলফামারীর সৈয়দপুর থেকে : কর্মকর্তাদের উদ্ভাবন সক্ষমতা বাড়াতে রেলপথ মন্ত্রণালয় আয়োজিত পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা নীলফামারীর সৈয়দপুর  উপজেলায় শুরু হয়েছে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার সভা কক্ষে রোববার (১৬ জুন) ওই কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মজিবুর রহমান। 

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো.জয়দুল ইসলাম জানান, রেল অঙ্গণে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ওই প্রশিক্ষণের আয়োজন। এতে করে উদ্ভাবন সক্ষমতা বাড়বে এবং তা রেলের উন্নয়নে সহায়ক হবে।

প্রশিক্ষণ কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়, মহা-পরিচালকের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ের পশ্চিম ও পূর্বাঞ্চলের ২৫’জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আগামি ২০’জুন ওই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে এবং  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন উপস্থিত থাকবেন বলে রেলওয়ে কারখানা সূত্র হতে জানা যায়।