Opu Hasnat

আজ ৭ আগস্ট শুক্রবার ২০২০,

নগরীতে ট্যাক্সিক্যাব গাড়ী বাড়াতে সিটি মেয়রের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম

নগরীতে ট্যাক্সিক্যাব গাড়ী বাড়াতে সিটি মেয়রের সহযোগিতার আশ্বাস

সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে মানসম্মত পরিবহনসেবা বাড়াতে নগরীতে আরো  ট্যাক্সিক্যাব গাড়ী বাড়াতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন। তিনি শনিবার দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন নেৃতৃবৃন্দ সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া। সভায় মোহাম্মদ আনেয়ার হোসেনের সঞ্চালনায় মোহাম্মদ কাজল ইসলাম, মো. জসিম উদ্দিন, শাসসুল ইসলাম আরজু, মো. আবদুল মালেক, এম এ হালিম, ওয়াজেদ আলী, মো. আলমগীর হোসেন, মো. আমির হোসেন, মো. খোকন সিকদার, মো. কাউসার, মো. এয়াছিন মিয়াজি, মো. সাহাবুদ্দীন, নুরুল আমিন আলম বক্তব্য রাখেন। এতে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের থানা-শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের  পরিবহন সেক্টরের বিভিন্ন সম্যাদির কথা তুলে ধরেন। সিটি মেয়র আরো বলেন পরিবহন সেক্টরে অনেক সমস্যা রয়েছে। সেই সব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। সমস্যা সমূহ পর্যায়ক্রমে সমাধান করা হবে। এই পরিবহন সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।তিনি বলেন বিদ্যুৎ, পানি, পয়োনিষ্কাশন, বাসস্থানের মতোই নগরবাসীর বিভিন্ন মৌলিক চাহিদার অন্যতম সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার উন্নতিসাধনের সঙ্গে সঙ্গে যোগাযোগের কাজে ব্যবহৃত গণপরিবহনের বৈশিষ্টে এসেছে বৈচিত্র্যময়। তবে এক্ষেত্রে জনগণের আয় ও খরচ করার মানসিকতার ওপর যাত্রী সেবা প্রাপ্তি নির্ভর করে । ফলে নগরীর সংখ্যাগরিষ্ঠ মধ্যম ও নিম্ন আয়ের মানুষের গণ-পরিবহন সংকট দিনদিন বেড়েই চলেছে। এই সংকট দুরীকরণে নগরীতে আরো হালকা মোটরযান গাড়ী বাড়ানো এবং এখাতে বিরাজমান সমস্যা সমূহ সংশ্লিষ্ট প্রতিষ্টানের সাথে আলাপ - আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে হালকা মোটরযান নেতৃবৃন্দকে  আশ্বাস্থ করলেন মেয়র।