Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার ২০২০,

ফরিদপুরে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার ফরিদপুর

ফরিদপুরে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার

বোনের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে আসা শিপন বিশ্বাস (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার পাগলের আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া কালিগঞ্জ গ্রামে।  

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, নিহত শিপন বিশ্বাস তার বোনের বাড়িতে এসেছিল এবং তার বোনের শ্বশুর মারা গিয়েছে সেই সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে। শুক্রবার রাত ৯টার দিকে শিপন বিশ্বাস যে ঘরে ছিলো ওই ঘরে তার দুলাভাই ঢুকে বিছানার উপর শিপন বিশ্বাসের গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে পুলিশ। 

এদিকে নিহতের বোন লাকি বেগম দাবি করেছেন তার ভাই পাগল এ কারনে সে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে।