Opu Hasnat

আজ ১৩ নভেম্বর বুধবার ২০১৯,

পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন খুলনা

পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষদের বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামের মৃত নিলম্বর মন্ডলের ছেলে ব্রজেন্দ্রনাথ মন্ডল লিখিত বক্তব্যে বলেন, বিবাদী অনিল কৃষ্ণ মন্ডল জনৈক কমর উদ্দীনের নিকট থেকে ০৪/০৬/১৯৯৫ তারিখে ১৬.৫ শতক জমি ক্রয় করেন। উক্ত জমির চৌহদ্দিতে আমার বাড়ীর কিছু অংশ ও চলাচলের পথ ছিল বিধায় আমি সাইড প্রিয়াংশন করি। যার পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারাধীন মিস কেস নং- ৩১/৯৫। পরবর্তীতে উক্ত কমর উদ্দীনের নিকট থেকে ১৫১১ নং দলিল মূলে ১০/০৬/১৯৯৬ তারিখে ০.২০ শতক জমি আমি ক্রয় করি। ০৪/০৩/১৯৯৯ তারিখে আদালতের মাধ্যমে অনিল কৃষ্ণ মন্ডল ও আমার মধ্যে আপোষ মীমাংসা হয়। মীমাংসার শর্ত অনুযায়ী গত ২০ বছরের অধিক সময় ধরে আমরা স্ব-স্ব স্থানে ভোগ দখলে থেকে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। 

এদিকে, প্রতিপক্ষ অনীল কৃষ্ণ মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল গংরা বিভিন্ন সময়ে আমার ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টা এবং গাছ কেটে ও ফসলের ক্ষতি করে আসছে। এ সব ঘটনায় আমার সাথে প্রতিপক্ষদের স্থানীয়ভাবে একাধিকবার শালিস বিচার হলেও প্রতিপক্ষরা আইনকে তোয়াক্কা করে নাই। যে কারণে আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলা এবং স্থানীয় সংসদ সদস্য বরাবর অভিযোগ দাখিল করি। কিন্তু তারা ইউপি চেয়ারম্যান সহ থানার নির্দেশনা উপেক্ষা করে ওয়াপদার রাস্তার পূর্ব পাশে আমারই জমিতে মাটি ভরাট অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিকার চান ব্রজেন্দ্র নাথ মন্ডল। 

এই বিভাগের অন্যান্য খবর