বালিয়াকান্দি বাজার বণিক সমিতির নির্বাচন শনিবার রাজবাড়ী / 
দীর্ঘদিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বালিয়াকান্দি বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫ জুন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার-প্রচারনায় উৎসবের আমেজ বইছে। কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারনায় নেমে পড়েছে প্রার্থীরা। ভোটারদের ঘরে ঘরে গিয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রকাশ করছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে ৩জন প্রার্থী। সভাপতি পদে ৩ জন হলেন, মোঃ আতাউর রহমান (গরুর গাড়ী), মোঃ জিয়াউর রহমান (মোটরসাইকেল), সাজ্জাদ খান (চেয়ার)। সহ-সভাপতি পদে ৪ জন। সহ-সভাপতি পদে ৪ জন হলেন, মোঃ খুরশীদ আলম (তালা), বাদশা মিয়া (জাহাজ), সুধাংশ কুমার কুন্ডু (হাঁস), ফরহাদ হোসেন (বাস)। সাধারন সম্পাদক পদে ৭জন। সাধারণ সম্পাদক পদে ৭জন হলেন, ইসাহাক মুন্সী (খেজুরগাছ), মোঃ কাসেদ আলী মাষ্টার (আনারস), পারভেজ মন্ডল (কুড়েঘর), বদরুল আলম (ঈগল), আব্দুর রাজ্জাক (টেলিভিশন), মফিজুর রহমান (আম), মোঃ সোহেল মাহমুদ মন্টু (ময়ুর)।
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আলী আকবর, দপ্তর সম্পাদক পদে প্রজিত কুমার মন্ডল, সহ-নিরাপত্তা সম্পাদক হরিদাস সরকার, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, সদস্য পদে কবির কাজী, জাকির পাটোয়ারী, প্রদ্যুৎ কুন্ড, শামীম আহমেদ।
বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ এ নির্বাচনে ৭৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।