Opu Hasnat

আজ ২২ সেপ্টেম্বর রবিবার ২০১৯,

বাগেরহাটে দশদফা দাবীতে প্রাথমিক শিক্ষক মহাজোটের স্মারকলিপি বাগেরহাট

বাগেরহাটে দশদফা দাবীতে প্রাথমিক শিক্ষক মহাজোটের স্মারকলিপি

বাগেরহাটে দশ দফা দাবীতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট স্মারকলিপি প্রদান করেছে। বুধবার সকালে বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের বাগেরহাট জেলা কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ, শিক্ষক নেতা ওমর ফারক তালুকদার, চিত্তরঞ্জন সাহা, মোঃ শাহীনুর কবির, মোঃ জাকির হোসেন প্রমুখ।

এরআগে তারা জেলা প্রশাসকের কার্যলায়ের সামনে তারা একটি বিক্ষোভ মিছিল বের। মিছিলটি কালেক্টরেট ভবন প্রদক্ষিন করে।

এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনায় এসব প্রথমিক বিদ্যালয়গুলো জাতীয় করণকরা হলেও এর সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।