Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

গড়াই নদীতে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখর গঁঙ্গা স্নান রাজবাড়ী

গড়াই নদীতে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখর গঁঙ্গা স্নান

রাজবাড়ীর বালিয়াকান্দি, ফরিদপুরের মধুখালী, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী গড়াই নদীতে উৎসব মুখর পরিবেশে সনাতন ধমাবলম্বীদের  পুন্য গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ভোর থেকে  উপজেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর ও মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রাম এলাকার গড়াই নদীতে দশহরা গঁঙ্গা স্নান কমিটির আয়োজনে দশহরা পুন্যতিথিতে  গঁঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। পাপ মোচনের আশায় বিভিন্ন  বয়সের নারী-পুরুষ এ তিথিতে  আসেন গড়াই নদীতে গঁঙ্গা স্নানে।

পুন্য স্নানার্থীরা ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা  জেলার বিভিন্ন  উপজেলা থেকে এসেছেন। শত শত নারী-পুরুষ পাপ মোচনের আশায় পানিতে ডাব ভাসিয়ে গঁঙ্গাদেবীর কাছে মৌনবাসনা পূর্ন হওয়ার  প্রার্থনা করেন বলে স্নানার্থী ভক্তরা জানান। সঠিক করে কেউ বলতে পারেন না কবে কখন থেকে  এখানে গঁঙ্গা স্নানের  গোড়াপত্তোন  হয়েছে  তবে অনেকেই  জানান শতবছরের বেশী  হতে পারে।

গঁঙ্গা স্নান পরিদর্শনে আসেন মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মদ টোকন, স্নান কমিটির সভাপতি অমিত কুমার সরকার, সাধারন সম্পাদক  বিধান সরকার, মনোরঞ্জন বিশ্বাস, ভবেন্দ্র নাথ সরকারসহ জঙ্গল ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।