Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর বুধবার ২০১৯,

ব্রেকিং নিউজ

মোরেলগঞ্জ আ’লীগের সাংগঠনিক সম্পাদক জলিল ভিপি’র জানাযায় মানুষের ঢল বাগেরহাট

মোরেলগঞ্জ আ’লীগের সাংগঠনিক সম্পাদক জলিল ভিপি’র জানাযায় মানুষের ঢল

মানুষের ঢলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও এসএম কলেজের সাবেক ভিপি আব্দুল জলিল হাওলাদারের (৫৮) নামাযের জানাযা সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মীসহ শত শত মানুষের শেষ শ্রদ্ধা আর অশ্রু ভালোবাসায় সিক্ত হয়েছেন আ’লীগ নেতা মরহুম আব্দুল জলিল হাওলাদার। মঙ্গলবার মাগরিববাদ মোরেলগঞ্জ পৌর সদরের আব্দুল আজিজ মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

মাররিব নামাযেরপর পরই মরহুমমের জানাযায় অংশগ্রহনের জন্য বিদ্যালয় মাঠে শত শত লোক জড়ো হতে থাকে। জানাযার পূর্বের সব আনুষ্ঠানিকতা শেষে সোয়া ৭ টার দিকে মরহুমমের মরদেহ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়। এর আগেই মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য উপজেলা সভাপতি এ্যাড. আমিরুল আমল মিলন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুর হক,  উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জনি, চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ এর নেতাকর্মী উপস্থিত হন। জানাযায় বিএনপি, জাতীয় পার্টি ও অংগসংগঠনসহ বিভিন্ন দলের অনেক নেতাকর্মী অংশ নেয়। 

সোমবার সকালে পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে .... .. ... রাজিউন)। পিরোজপুর কারাগারে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে সে ইন্তেকাল করেন। বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে রাত ৮ টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।