Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর বুধবার ২০১৯,

ব্রেকিং নিউজ

দুর্গাপুরে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সদস্য জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার এর আয়োজনে সোমবার বিকেলে সাম্মাম চাউলকল মাঠে ধর্মীয়গ্রন্থ পাঠ শেষে আলোচনা সভায় ঝুমা তালুকদার বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। ওই সময় কারাগারের অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়লে বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের ক্রমাগত চাপ ও অনড় দাবীর প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। আলোচনায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক এসএমআবুল কাশেম, আ‘লীগ নেতা নাজমুল সায়াদাত বাবুল, নজরুল ইসলাম, যুবলীগ‘র যুগ্নসম্পাদক এসএম কামরুল হাসান জনি সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।