Opu Hasnat

আজ ১৩ জুলাই সোমবার ২০২০,

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার এমপি পুত্র নিহত কুষ্টিয়া

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার এমপি পুত্র নিহত

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছোট ছেলে আকিব রেজা (২৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। নিহত আকিব রেজা বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে দৌলতপুর থেকে নৈশ কোচে মঙ্গলবার ভোরে ঢাকায় পৌঁছান আকিব। নৈশকোচের ভেতর ভুলে ব্যাগ রেখে ঢাকার কল্যাণপুরে নেমে মোহাম্মদপুরে নিজ বাসায় আসেন। এ সময় তার ব্যাগের কথা স্মরণ হলে মোটরসাইকেলে কল্যাণপুরে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

নিহত হওয়ার খবর দৌলতপুর ছড়িয়ে পড়লে তাদের তারাগুনিয়ার নিজ বাসভবনে বিএনপি দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ ভিড় করে।

আজ দুপুরের পর তার মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুরে হেলিকপ্টারযোগে পৌঁছাবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাদ আসর তারাগুনিয়া বড় গোরস্থানে তার জানাযা শেষে দাফন করা হবে বলেও জানানো হয়।