Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর বুধবার ২০১৯,

ব্রেকিং নিউজ

দুর্গাপুরে ১০ বছর পাগল অবস্থায় খুঁজে পেলো ভাইকে নেত্রকোনা

দুর্গাপুরে ১০ বছর পাগল অবস্থায় খুঁজে পেলো ভাইকে

প্রায় ১০ বছর আগে হাড়িয়ে যাওয়া ভাই কামালকে দুর্গাপুরে পাগল অবস্থায় খুঁজে পেয়েছেন পরিবারের সদস্যরা। সোমাবার দুপুরে দুর্গাপুর থানা পরিচয় নিশ্চিত করে বাড়ি ফিরিয়ে নিতে সহায়তা করেন।
 
গত শনিবার দুর্গাপুরে বেড়াতে আসা গাজীপুরের শ্রীপুর এলাকার জাহিদ হাসান নামের এক যুবক এই পাগলকে দেখে তাঁদের গ্রামের হাড়িয়ে যাওয়া কামালের সাথে মিল খুঁজে পায়। ছবি তোলে কামালের পরিবারের সদস্যদের কাছে পাঠালে পরিবারের সদস্যরা দুর্গাপুর এসে হাতের কাটা আগুল দেখে কামাল কে সনাক্ত করেন তার ভাই ডাঃ মোঃ মাহবুব আলম। ছোট ভাইকে দেখেই চিনতে পাড়েন কামাল। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার বাদল মিয়ার সহযোগিতায় তাদের দুর্গাপুর থানায় নিয়ে এলে শ্রীপুর থানায় কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ডাঃ মাহবুর জানান, প্রায় ১০ বছর আগে বাড়ি থেকে হাড়িয়ে যায় আমার ভাই। আমাদের পরিবারে ৪ ভাই ও বোন এর মাঝে কাশাল ভাই ২য়। হাড়িয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও কোন খবর পাইনি। আপনাদের সকলের সহায়তায় আমাদের ভাইকে খুজে পেয়ে অনেক খুশি। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পাগল অবস্থায় কামাল দুর্গাপুর এলাকায় ঘোরাঘুরি করছিলো। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তি গাজীপুরের শ্রীপুর থানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ এলাকার বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে কামাল তাদেরই পরিবারের সদস্য।