Opu Hasnat

আজ ২৬ জুন বুধবার ২০১৯,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাগেরহাট

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন পত্রিকা ‘টাইমটাচ’সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘মোরেলগঞ্জে ভিজিএফ এর ২১৩ বস্তা চাল উদ্ধার’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি আদৌ সত্য নহে। ২ জন মেম্বরের সাথে আমার ব্যক্তিগত সর্ম্পকের অবনতি হওয়ায় তারা এ মিথ্যা অপবাদ রটিয়েছে। প্রকৃত বিষয় হল, ঈদের আগেই ভিজিএফ এর চাল দেয়া হয়ে গেছে। বৃষ্টির জন্য যে সব ভিজিএফধারী সুবিধাভোগী আসতে পারেনি তাদের কিছু চাল ও ১৪২ জন মৎস্যজীবী কার্ডের চাল গুদামে রক্ষিত ছিল যা গুদামে রক্ষিত চালের সাথে মিল রয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তার তদন্তে গুদামে রক্ষিত চালের মিলও পেয়েছেন। আমি উক্ত ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই।


মো. আলী আক্কাস বুলু
চেয়ারম্যান
৬নং পুটিখালী ইউনিয়ন পরিষদ
মোরেলগঞ্জ, বাগেরহাট

এই বিভাগের অন্যান্য খবর