Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

শপথ নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনীতি

শপথ নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

শপথ গ্রহন করলেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।