Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

টস জিতে ফিল্ডিং এ বাংলাদেশ খেলাধুলা

টস জিতে ফিল্ডিং এ বাংলাদেশ

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ বাংলাদেশের তৃতিয় ম্যাচে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাডিফে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরুটা দুর্দান্ত করেছে। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা।

অপরদিকে, বাংলাদেশের শুরুটাও একই রকম। টাইগাররাও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়।

শেষ দুই বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল ২ উইকেটে। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশ জিতেছিল ১৫ রানে। বাংলাদেশের কাছে ওই ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড, আর বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছিল কোয়ার্টার ফাইনালে।

আজ আবারো বাংলাদেশের সামনে ইংল্যান্ড। বিশ্বমঞ্চে ইংলিশদের বিপক্ষে তাই টানা তৃতীয় জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

বাংলাদেশের অপরিবর্তিত একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড দল : এউইন মরগান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।