Opu Hasnat

আজ ২৩ অক্টোবর বুধবার ২০১৯,

শার্শায় বিজিবি’র অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ১ যশোর

শার্শায় বিজিবি’র অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ১

যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আমিরুল ইসলাম (২০)নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক আমিরুল শার্শা থানাধীন অগ্রভুলাট গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন অগ্রভুলাট বাজারের পশ্চিম পার্শ্বে খাটালের নিকটবর্তী রাস্তার উপর অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, বাংলাদেশী ৪৯৫০ টাকাসহ আমিরুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

অপরদিকে, আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি টহল দল অগ্রভুলাট গ্রামস্থ ঈদগাহ মাঠের নিকট হতে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে বিজিবি সদস্যরা। তবে এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

আটককৃত আসামীকে মাদক মামলা দিয়ে মাদকসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।