Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

প্রবীন সাংবাদিক আবদুল মতিনের ইন্তেকাল মিডিয়া

প্রবীন সাংবাদিক আবদুল মতিনের ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক আবদুল মতিন আর নেই।  নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তার একমাত্র ছেলে শাহরিয়ার ফরিদ সাংবাদিকদের জানান, “বাবা আজ ঈদের দিন সকাল সাড়ে ৬টার দিকে মারা গেছেন। অবস্থা খারাপের দিকে যাওয়ায় গতকাল তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়েছিল।”

মস্তিষ্কে রক্তক্ষরণ ও নিউমোনিয়ার কারণে ৭৯ বছর বয়সী এই সাংবাদিক গত ১৫ দিন ধরে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাগরিবের পর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড জামে মসজিদে জানাজা শেষে তাকে মসজিদ সংলগ্ন কবরাস্থানে দাফন করা হয়।

শাহরিয়ার জানান, আগামী সোমবার আসরের পর মোহাম্মদপুরের বাসায় তার বাবার কুলখানি হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে লেখাপড়া শেষ করে ১৯৬১ সালে দৈনিক সংবাদে আবদুল মতিনের সাংবাদিকতা জীবনের শুরু।

এরপর পাঁচ দশকের বেশি সময় ইংরেজি দৈনিক অবজারভার, সাপ্তাহিক হলিডে এবং দৈনিক নিউ নেশনে দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ ২০০৪-০৫ সালে বাংলা দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন আবদুল মতিন।

সাংবাদিকদের দাবি আদায়ের বিভিন্ন আন্দোলনেও তিনি সম্পৃক্ত ছিলেন। ১৯৮৬-৮৭ মেয়াদে মতিন অবিভক্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

আবদুল মতিন তার স্ত্রী ফরিদ মতিন, ছেলে শাহরিয়ার ফরিদ ও দুই মেয়ে নাহিদ নাসরিন ও নিগার নাসরিনকে রেখে গেছেন।