Opu Hasnat

আজ ২২ সেপ্টেম্বর রবিবার ২০১৯,

কালকিনিতে ‘লন্ঠন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ মাদারীপুর

কালকিনিতে ‘লন্ঠন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

৫ম বারের মত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লন্ঠনের উদ্যোগে কালকিনি উপজেলার দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে কালকিনি প্রেসক্লাবে বসে সেমাই, দুধ ও চিনি সামগ্রী বিতরন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী আসনে সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী। 

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম মিলন, লন্ঠন সংগঠনের সভাপতি সাইফুল আলম সজল, সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি আবিদ শাহারিয়ার পুলক, সাংগঠনিক সম্পাদক রিফাত সরদার, সানজিদ শান্ত, জহিরুল ইসলাম, আবদুল্লাহ আহাদ ও তন্ময় প্রমুখ। 

এ সময় লন্ঠনের সভাপতি সাইফুল আলম সজল বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই হচ্ছে আমাদের সংগঠনের মুল কাজ। আমরা আজীবন অসহায় মানুষের পাশে গিয়ে সহযোগীতা করতে চাই।