Opu Hasnat

আজ ১৩ জুলাই সোমবার ২০২০,

সৈয়দপুরে কুচিয়া চাষে কর্মশালা নীলফামারী

সৈয়দপুরে কুচিয়া চাষে কর্মশালা

সৈয়দপুরে কুচিয়া কর্মসূচির আওতায় স্থানীয় পাইকার তৈরির জন্য দিনব্যাপী কর্মশালা করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ৩০ মে শহরের বাইপাস শাখায় এ কর্মশালার আয়োজন করা হয়। 

স্থানীয় পাইকার ও চাষীদের নিয়ে এ কর্মশালায় বক্তব্য রাখেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক মোঃ ফরহাদ জামান, শার্প এর উপ-পরিচালক মোঃ রবিউল করিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ করিম উদ্দিন, ফজলুল হক ও সংস্থার মৎস্য অফিসার ফয়সাল ইবনে হোসেন।

প্রাকৃতিক উপায়ে কুচিয়ার বংশ বিস্তারের সুযোগ এবং পরিবারভিত্তিক কুচিয়া খামার স্থাপনের মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।