Opu Hasnat

আজ ১৮ আগস্ট রবিবার ২০১৯,

থ্রোবল টুর্নামেন্টে অংশ নিতে ২৬ সদস্যের বাংলাদেশী দল ভারতে খেলাধুলাযশোর

থ্রোবল টুর্নামেন্টে অংশ নিতে ২৬ সদস্যের বাংলাদেশী দল ভারতে

ভারতে থ্রোবল টূর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ন্যাশনাল টিমের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন। 

শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৮ টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দলটি ভারতে প্রবেশ করে।

আগামী ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত ভারতের পাঞ্জাবে সার্কভুক্ত ৫টি দেশের মধ্যে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ০২ জুুন তারা প্রতিযোগীতা শেষে দেশে ফিরবেন।
 
জানা যায়, ২৬ সদস্যের প্রতিনিধি দলে ২৪ জন খেলোয়াড় রয়েছেন। অনান্য দুই জন অফিসিয়াল। খোলোয়ারদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১১ জন, আনসার ৬ জন ও জেল পুলিশ সদস্য ৪ জন।  টিম ম্যানেজার হিসাবে রয়েছেন মাসুুদ হোসেন ভিকি ও  কোচ  আজম আলী খান এবং শহিদুজ্জামান।

টিম ম্যানেজার  মাসুদ হোসেন ভিকি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ছেলে, মেয়েরা টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বয়ে আনবে। পাশাপাশি এ টুর্নামেন্ট প্রতিবেশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক্য জোরদারেও বড় ভূমিকা রাখবে।