Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ঝিনাইদহের বিএনপি নেতা নাসির ক্যান্সারে আক্রান্ত, আর্থিক সহায়তা কামনা ঝিনাইদহ

ঝিনাইদহের বিএনপি নেতা নাসির ক্যান্সারে আক্রান্ত, আর্থিক সহায়তা কামনা

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির পরিচিত মুখ ও সমাজ কল্যান সম্পাদক নাসির উদ্দীন ক্যান্সারে আক্রান্ত। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার ইডেন কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা নাসির উদ্দীন সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা। বর্তমান ঝিনাইদহ শহরের আলহেরা পাড়ায় বসবাস করেন। ক্যান্সার ধরা পড়ার পড় পরিবারটি নাসির উদ্দীনের চিকিৎসা নিয়ে শংকা প্রকাশ করেছেন। 

ছোট ছেলে হাসানুজ্জামান রাজিব বলেন, গত ১৭ মে পরীক্ষা করে তার পিতার পায়ু পথের ক্যান্সার ধরা পড়ে। এখন দ্রুত অপারেশন দরকার। কিন্তু সেই টাকা তাদের নেই। পিতা সারা জীবন বিএনপির রাজনীতির জন্য সময় ব্যায় করে কিছুই করতে পারেন নি। ফলে আজ কালের মধ্যেই ঢাকা ছেড়ে ঝিনাইদহে চলে আসছেন। টেষ্ট, অপারশেন, ওষুধ ও ৬টি কেমোথেরাপি বাবদ দরকার ৬ লাখ টাকা বলে ছেলে রাজিব সাংবাদিকদের জানান। ক্যান্সারে আক্রান্ত নাসির উদ্দীন পুরানো স্মৃতি তুলে ধরে জানান, বাংলা ছাত্র ইউনিয়ন দিয়ে তার রাজনীতির হাতেখড়ি। এরপর তিনি ঝিনাইদহের বিশিষ্ট সমাজসেবক মুসা মিয়ার সাথে ভাসানী ন্যাপ ও পরে বিএনপির সাথে যুক্ত হন। ১৯৭৩ সালে তিনি ধানের শীষ প্রতিকের পক্ষে একাই মাইকিং করে বেড়াতেন। দলের প্রতিষ্ঠার পর থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তার এই দুঃসময়ে বিএনপির সচ্ছল নেতাকর্মী ও জাহেদী ফাউন্ডেশনের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। 

অসুস্থ নাসির উদ্দীনের সাথে যোগাযোগ ০১৭১২-৬৪৬৭৮১।