Opu Hasnat

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার ২০১৯,

ওব্যাট থিংঙ্ক ট্যাঙ্কের উদ্যোগে রংপুর রেলওয়ে ষ্টেশনে ইফতার বিতরণ রংপুর

ওব্যাট থিংঙ্ক ট্যাঙ্কের উদ্যোগে রংপুর রেলওয়ে ষ্টেশনে ইফতার বিতরণ

‘আমরা চাই দেশের বিভিন্ন জেলা শহর গ্রামে গ্রামে অসহায় সুবিধা বঞ্চিত ও বাস্তুচ্যুত শিশু ও বয়ষ্কদের নিয়ে একটি ঐক্যের সেতু বন্ধন তৈরি হক এই ইফতার আয়োজনের মধ্যে দিয়ে।’ পরিবারের সকলে রোজা রাখুক আর না রাখুক তারা সকলে একসাথে ইফতার করে। কিন্তু সেই সৌভাগ্য হয় না রাস্তায় থাকা একই বয়সী  শিশু ও বৃদ্ধবয়ষ্কদের। যখন অন্যরা ইফতার সামনে  নিয়ে বসে তখন অসহায় সুবিধা বঞ্চিত ও বাস্তুচ্যুত শিশু ও বয়ষ্করা রেস্টুরেন্টের বারান্দায় চেয়ে থাকে কারো দয়ার আশায়। অপেক্ষা করে কেউ একটু খাবারের অবশিষ্ট অংশ দিচ্ছে কিনা। আবার অনেকের সেই সৌভাগ্যও হয় না। তারা বরাবরই কিছু না খেয়ে কাটিয়ে দেয় ইফতারের সময়টি । এই জন্য বুধবার ওব্যাট থিংঙ্ক ট্যাংঙ্ক রংপুরের নিজস্ব উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত ও বাস্তুচ্যুত শিশু ও বয়ষ্কদের নিয়ে ইফতার আয়োজন করা হয়। 

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, রংপুর রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত পুলিশ ফাঁড়ির ইন-চার্জ ইদ্রিস আলী, রংপুর ওব্যাট থিংঙ্ক ট্যাংঙ্কের সেচ্ছাসেবী টিম লিডার ও সদস্যবৃন্দ ।