Opu Hasnat

আজ ১৪ জুলাই মঙ্গলবার ২০২০,

বাগেরহাটে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা বাগেরহাট

বাগেরহাটে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা, সামজিক বনায়ন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা বকুলুজ্জামান, সিইআইপি-১ প্রকল্পের টীম লিডার মোস্তফা আক্তারুজ্জামান, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ- ই- আলম বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।

অবহিতকরণ কর্মশালা বাগেরহাটের বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর