Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

বাগেরহাটে জাতীয় বেতন স্কেলের দাবিতে গ্রাম পুলিশের স্মারকলিপি বাগেরহাট

বাগেরহাটে জাতীয় বেতন স্কেলের দাবিতে গ্রাম পুলিশের স্মারকলিপি

বাগেরহাটে জাতীয় বেতন স্কেলসহ পাঁচদফা দাবিতে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

এর আগে শহরের খানজাহান আলী কলেজের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন গ্রামপুলিশের পাঁচ শতাধিক সদস্যরা। এসময় বাগেরহাট জেলা গ্রাম পুলিশ কমিটির সভাপতি শেখ এসকেন্দার আরী, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামসহ জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারীর ন্যায় সময় স্কেল, অবসর ভাতা, ঝুকি ভাতা, রেশনিং ব্যবস্থা, ঢাকার আশপাশে গ্রাম পুলিশ প্রশিক্ষন সেন্টার স্থাপন ও গ্রাম পুলিশদের সন্তানদের চাকুরীতে ১০ শতাংশ অগ্রাধিকার প্রদানের দাবি জানান তারা।