Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

গোয়ালন্দে ছাত্রলীগ নেতার উদ্যোগে ঘুড়ি উৎসব রাজবাড়ী

গোয়ালন্দে ছাত্রলীগ নেতার উদ্যোগে ঘুড়ি উৎসব

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে এই ঘুড়ি উৎসবের আয়োজন করে বলাকা ক্লাব। ঘুড়ি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জসিম, সোহেল, আকাশ প্রমুখ।

ঘুড়ি উৎসবে প্রথম স্থান অধিকার করেন, রাজা, দ্বিতীয় স্থান অধিকার করেন, জামাল ও তৃতীয় স্থান অধিকার করেন রাশেদ। এ সময় প্রথম স্থান অধিকারী রাজার হাতে মোবাইল ফোন, দ্বিতীয় স্থান অধিকারী জামালের হাতে ফ্যান ও তৃতীয় স্থান অধিকারী রাশেদের হাতে গিফট বক্স তুলেদেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল। এই ঘুড়ি উৎসবে ১২ জন প্রতিযোগি অংশ গ্রহন করেন।