Opu Hasnat

আজ ১৮ আগস্ট রবিবার ২০১৯,

চট্টগ্রামে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও গাড়ি চাপায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফৌজদারহাট বাইপাস মোড় ও নগরের মাঝিরঘাট এলাকায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। ফৌজদারহাট বাইপাস মোড়ে একটি কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াছিন (৩৫) নামে এক ব্যক্তি আহত হন। সকাল নয়টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. ইয়াছিন ফেনী জেলার সদর থানার বাতানিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।

অন্যদিকে, মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় একটি ভবনে সিঁড়ি বেয়ে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুছ (২২) নামে এক যুবক আহত হন। সকাল সাড়ে নয়টার দিকে তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. ইউনুছ ভোলা জেলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ওই দুই দুর্ঘটনার  তথ্য নিশ্চিত করেছেন।