Opu Hasnat

আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার ২০১৯,

সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ

সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ শাখার আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ শহরের বত্রিশ মডেল স্কুল মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সম্মিলিত সামাজিক আন্দোলনের কিশোরগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক সরকার, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, উপদেষ্টা মোজাম্মেল হক রতন, উপদেষ্টা অ্যাড. নাসিরুদ্দিন ফারুকী,  জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, সংগঠনের সহ-সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী আনিছুর রহমান, কোষাধ্যক্ষ অ্যাড. আমান, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান রবিন উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বাঙ্গালী জাতিসত্বা উন্মেষ বিকাশ, বর্তমান পরিস্থিতি করনীয় শীর্ষক আলোচনা করেন। আলোচনা বৃটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেশের নানান দিক আলোকপাত করেন। লেখক ও গবেষক অ্যাড. নাসিরুদ্দিন ফারুকী আগত দর্শকদের মতামতের ভিত্তিতে নানান প্রশ্নের উত্তর প্রদান করেন।