Opu Hasnat

আজ ১৮ জুন মঙ্গলবার ২০১৯,

সুনামগঞ্জে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত সুনামগঞ্জ

সুনামগঞ্জে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কনফারেন্সরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল আলমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার মোঃ শাকিল আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ কুমার সিংহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুণ অর রশিদ, বি টি সি এল এর সহকারী পরিচালক মোহন চন্দ, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান প্রমুখ। 

জেলা প্রশাসক মোঃ শফিউল আলম বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করার অংশ হিসেবে দেশে অবাধ তথ্য প্রযুক্তির সৃষ্টি করেছেন। ফলে আজ এই প্রযু্িক্তর সাফল্যের কারণে গ্রামগঞ্জের মানুষ সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেকার যুবকরা যেমন কর্মসংস্থানের মাধ্যমে টাকা আয় করছেন অন্যদিকে এই সেবার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এই বিভাগের অন্যান্য খবর