চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ আটক ৩ চট্টগ্রাম / 
নগরীর সদরঘাট থানাধীন আলকরন মূখে এ.এন. ড্রাগ হাউজ এর সামনে পাকা রাস্তার উপর হতে ৫ হাজার পিস ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মোঃ আবু তাহের (৫২), মোঃ সাহাদাত হোসেন প্রকাশ সাদ্দু (৩৫) ও মোঃ মোসলেম উদ্দিন (৩৪)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কাজল কান্তি চেীধুরী এর নেতৃতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হুমায়ুন কবির, এসআই মোঃ ফিরোজ আলম, এসআই মোঃ কামাল হোসেন, এএসআই দাউদ খান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন ৪নং সদরঘাট রোডস্থ আলকরন মূখে এ.এন. ড্রাগ হাউজ এর সামনে পাকা রাস্তার উপর হতে ৫ হাজার পিস ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, কক্সবাজার জেলার টেকনাফ এলাকা হতে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উচ্চ মূল্যে বিক্রয়ের জন্য বহন করে আনে জব্দকৃত স্থান সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত এবং আসামীর বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।