Opu Hasnat

আজ ২৬ আগস্ট সোমবার ২০১৯,

সীতাকুন্ডে শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু, আহত ৫ চট্টগ্রাম

সীতাকুন্ডে শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু, আহত ৫

জেলার সীতাকুন্ডের বার আউলিয়া এলাকায় শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মো. রুবেল (২৭) নামে এক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। 

বুধবার সকালে প্রিমিয়াম ট্রেড করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রুবেল ফেনী জেলার দেওয়ানগঞ্জ কাজীরপুর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- আল আমিন (২৭), মো. মাসুদ (১৯), সোহেল (২৪), মামুন (৩৬) ও মো. কামরুল (২৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে নয়টার দিকে অগ্নিদগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন পাশা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ কাটার সময় আগুন লেগে ৬ জন আহত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন সূত্রপাতের কারণ জানা যায়নি।