Opu Hasnat

আজ ২৬ আগস্ট সোমবার ২০১৯,

নড়াইলে রোহিঙ্গাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ নড়াইল

নড়াইলে রোহিঙ্গাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নড়াইল সদর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে রোহিঙ্গা সন্দেহে এক ব্যাক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে পুলিশ তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা শেষে তাকে নড়াইল সদর থানায় আটক রাখা হয়েছে। 

পুলিশ জানায়, রোহিঙ্গা সন্দেহে একজনকে গনপিটুনি দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আহত অবস্থায় মুলিয়া বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তি নিজের নাম জসিম ও বাবার নাম সাহেব বলে জানিয়েছে। সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের খোঁজে বের হয়েছে বলে জানায়। 

এলাকাবাসী জানায়, যশোর সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা শিশু পাচার করছে এমন খবরে পুরো এলাকা আতঙ্কিত। এই অবস্থায় বুধবার (১৫ মে) সকালে সদরের মুলিয়া ইউসিয়নের হিজলডাঙ্গা গ্রামে অপরিচিত একজনকে ঘুরতে দেখে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে ভালো কোন উত্তর দিতে না পারায় এলকার লোকেরা ঐ রোহিঙ্গা কে পিটিয়েছে। 

উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা নড়াইল সদর থানার এস.আই.আমির জানান, এলাকায় রোহিঙ্গা ছেলে ধরা আতঙ্কের মধ্যে একজন রোহিঙ্গাকে পেয়ে কয়েক হাজার মানুষ হামলে পড়েছিলো। আহত ব্যক্তিকে চিকিৎসা শেষে থানা হেফাজতে নেয়া হয়েছে।