Opu Hasnat

আজ ২৬ আগস্ট সোমবার ২০১৯,

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপিত ফরিদপুর

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপিত

উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ৯৬তম জন্ম জয়ন্তী ফরিদপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ঝিলটুলিতে মৃণাল সেনের পৈত্রিক ভিটা সংলগ্ন মেজবান পার্ঠি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুই বাংলার সাংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন। 

‘উঠোন’ সাহিত্য পত্রিকার ও পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম চৌধুরীর পরিবারবর্গেন আযোজনে আলোচনা সভায় ভারত থেকে আসা মৃণাল সেনের পরিবারের সদস্য ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

লেখক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। এসময় মৃণাল সেনের ভ্রাতুস্পুত্র পার্থ প্রতিম সেন ও ভ্রাতুষ্পুত্রী শুক্লা সেন, নবনীতা সেন ও ড. বিপ্লব বালা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিক বেলাল চৌধুরী, নারী নেত্রী অঞ্জলী বালা প্রমূখ স্মৃতিচারনমূলক আলোচনায় অংশ নেন। পরে নবনির্মিত স্মৃতি ফলকের উদ্বোধন করেন অতিথিরা।