Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

বাগেরহাটে অধিগ্রহনকৃত জমি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাগেরহাট

বাগেরহাটে অধিগ্রহনকৃত জমি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নির্মানাধীন খুলনা-মোংলা রেল লাইনের জমি অধিগ্রহন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবার। আজ সকালে ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া এলাকায় অধিগ্রহনকৃত জমির সামনে দাড়িয়ে এ মানববন্ধ করেন ক্ষতিগ্রস্থরা।

মানববন্ধনে বক্তব্য দেন, ক্ষতিগ্রস্থ আজিজুল হক, আরাফাত হোসেন, নাছরিন বেগম, নাছিম হোসেন, বাদশা, খলিলুর রহমান, এলাকাবাসী ফজলুল করিমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, স্থানীয় একটি কুচক্রী মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য পরিবেশন করে অধিগ্রহনকৃত জমির মালিকদের হয়রানি করছে। ওই মহলটি শুধু জমির মালিকদের নয় এলাকার সুনাম ক্ষুন্ন করার জন্য অপপ্রচারে লিপ্ত রয়েছে। প্রকৃত অর্থে যারা জমির মালিক তারাই ক্ষতিপূরণ পেয়েছে। স্বার্থান্বেষী মহলটির অন্যায় দাবি না মেটানোর ফলে তারা এ অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। কুচক্রী মহলের বিরুদ্ধে সটিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।