Opu Hasnat

আজ ২৬ আগস্ট সোমবার ২০১৯,

ভাঙ্গায় বিড়ি ভোক্তা পক্ষের ৭ দফা দাবিতে মানববন্ধন ফরিদপুর

ভাঙ্গায় বিড়ি ভোক্তা পক্ষের ৭ দফা দাবিতে  মানববন্ধন

বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার, বিদেশী সিগারেট বন্ধ করা, বিড়ি শিল্পকে কুটির শিল্প করাসহ ৭ দফা দাবিতে বিড়ি ভোক্তা পক্ষে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া নামক স্থানে অনুষ্ঠিত মানববন্ধন শেষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, মজিবুর রহমান চৌধুরী নিক্সনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময়  সংসদ সদস্যের  প্রতিনিধি হাবিবুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন বিড়ি ভোক্তা পক্ষে এর সভাপতি মোঃ সামসুর রহমান।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ করিম, সদস্য মোঃ বক্কার, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আলী আজগর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মেহনতি ও গরীব মানুষেরা এ শিল্পের সাথে জড়িত। ভারতে এ শিল্পকে কুটির শিল্প ঘোষনা করা হয়েছে। অথচ আমাদের দেশে বিদেশী সিগারেটে ভ্যাট না বসিয়ে বিড়ি শিল্পকে ধ্বংশ করার জন্য শুল্ক আরোপ করা হয়েছে।