Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

দুর্গাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ধান মাড়াই নেত্রকোনা

দুর্গাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ধান মাড়াই

চলছে ধান মাড়াই এবং শুকানো, বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে, মনে হয় ঐ রাস্তা তারই। সে চিন্তা করেই উপজেলার সকল হাইওয়ে রাস্তা গুলোতে বর্তমান মৌসুমের ধান শুকানো হয় দেদারসে।

এ নিয়ে উপজেলা প্রশাসন শনিবার সন্ধ্যায় শিমুলতলী বাজার এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ হাইওয়ে রাস্তার উপর এরকম ধান শুকানো ও ধান মাড়াইয়ের কাজেরত কৃষকদের উচ্ছেদ করেন। এছাড়া রাস্তার পাশের জমি ব্যবহার করে বালি বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ লাইসেন্সবিহীন ট্রাক ও গাড়ি চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে নানা বিষয়ে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কাজ পরিহার করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়।