Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

লোহাগড়ায় পল্লীবিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে হামলার ঘটনায় মামলা নড়াইল

লোহাগড়ায় পল্লীবিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে হামলার ঘটনায় মামলা

নড়াইলের লোহাগড়ায় পল্লীবিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে হামলার অভিযোগে মামলা হয়েছে। এজিএম গোলাম রব্বানী বাদী হয়ে সোমবার (৬ মে) রাতে লোহাগড়া থানায় এ মামলা করেন। উপজেলার মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের অভিযোগে এ মামলা হয়।

মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং ৫-৭ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিদ্যুৎ না থাকার অভিযোগে ক্ষুব্দ জনতা গত শনিবার (৪ মে) রাতে এ হামলা চালায়। মামলায় উল্লেখ করা হয়েছে, ঘূণিঝড় ফণীর কারণে বিদ্যুৎ বন্ধ ছিল। বিদ্যুৎ বন্ধ রাখার অভিযোগ করে ওই এলাকার লোকজন শনিবার রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ পল্লীবিদ্যুতের নিয়ন্ত্রণ কক্ষে হামলা করে। এ সময় হামলাকারীরা লাইনম্যান মাসুদ রানা ও রবিউলকে মারধর করে। আসবাব ভাঙচুর করে। এছাড়া চারটি মুঠোফোন ও বিদ্যুতের বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ৮২ হাজার টাকার মালামাল লুট করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।