Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

জামিনে মুক্তি পেলেন শিমুল বিশ্বাস রাজনীতিআইন ও আদালত

জামিনে মুক্তি পেলেন শিমুল বিশ্বাস

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন।

আজ (৪ মে) সোয়া ১২ টায় নরসিংদী কারাগার থেকে তিনি মুক্তি পান। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু তথ্যটি জানিয়েছেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ আদালত প্রাঙ্গন থেকে শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছিল। তাকে রাজধানী রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকার মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। 

এরপর ওই বছরের ২৬ ফেব্রুয়ারি শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব।