Opu Hasnat

আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার ২০১৯,

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৬ মে শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৬ মে

আগামী সোমবার ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। সেইসাথে অবসান হচ্ছে ২১ লাখ শিক্ষার্থীর অপেক্ষার পালা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক  এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার বিকালে তিনি বলেন, ৬ মে সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

“সেখানেই ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।” সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় এবার তা হচ্ছে না।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।