Opu Hasnat

আজ ২৬ আগস্ট সোমবার ২০১৯,

ফিরেদেখা’র বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আসন্ন ইদে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের নতুন জামা বিতরণের আহ্বায়ক কমিটি গঠন শিল্প ও সাহিত্য

আসন্ন ইদে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের নতুন জামা বিতরণের আহ্বায়ক কমিটি গঠন

পত্রসাহিত্য বিষয়ে ফিরেদেখা’র বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। সাহিত্য আড্ডা শেষে ফিরেদেখা সাহিত্য পর্ষদ সদস্যদের আলোচনায় আসন্ন ইদে ৬ষ্ঠ বার সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদেরইদ সামগ্রী বিতরণের উদ্যেশে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিকাল ৫টায় আইডিয়া পাঠাগারে অনুষ্ঠিত ফিরেদেখা’র বিশেষ সাহিত্য আড্ডায় লেখক ও সংগঠক মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশীদ। অনুষ্ঠানে মাসুদ রানা সাকিলের সঞ্চালনায় পত্রসাহিত্য বিষয়ে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক নূরুননবী শান্ত, লোকগবেষক আনওয়ারুল ইসলাম রাজু, ছড়াকার মাহবুব রহমান, কবি নজরুল মৃধা, এমাদউদ্দিন আহমেদ, কবি বায়োজিত বোস্তামি, সুনীল সরকার, রোকসানা সিদ্দিক, হাই-হাফিজ, মোঃ শহিদুর রহমান, সাহিনা সুলতানা, সওদা খানম মিনু, মুহম্মদ গাউছুল আজম, নুরুন্নাহার বেগম, জাহানারা আরজু রুবলি, জিয়াউল আলম ফারুকী, নাসরিন নাজ, মাহবুবা লাভিন, হায়াত মাহমুদ মানিক, নন্দিতা মুখার্জি, সেলিম আহমেদ খান, আবু হানিফ জাকারিয়া, শাহনাজ ইয়াসমিন, মমিনউদ্দন পাটোয়ারী, কমলাঞ্জন কেষ্টা প্রমুখ।

সাহিত্য আড্ডা শেষে ৬ষ্ঠ বারআসন্ন ইদে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদেরইদ সামগ্রী বিতরণের উদ্যেশে মো. শহিদুর রহমানকে আহ্বায়ক ও  মাসুদ রানা সাকিলকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।