Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

শ্রমজীবী মানুষরাই দেশের মূল চালিকা শক্তি : এমপি বাবু খুলনা

শ্রমজীবী মানুষরাই দেশের মূল চালিকা শক্তি : এমপি বাবু

বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার উলে­খ করে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলে দেশের কলকারখানা বন্ধ হয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বন্ধ কলকারখানা চালু হয়। তিনি বলেন, ২০০১ সালে খালেদা সরকার আদমজীসহ দেশের বেশিরভাগ কলকারখানা পানির দামে বিক্রি করে দিয়েছিল। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মজুরী বৈষম্য নিরসন সহ শ্রমিকদের কল্যাণে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে। সরকার দেশের বন্ধ থাকা কলকারখানা চালু সহ নতুন নতুন শিল্প গড়ে তোলায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। 

এমপি বাবু বলেন, শ্রমজীবী মানুষরাই দেশের মূল চালিকা শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) হাদিসের বর্ণণা দিয়ে মালিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য মজুরী দিন। কর্মক্ষেত্রে শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করুন। 

তিনি বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাজান কবিরের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগনেতা ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা যুবলীগনেতা শামীম হোসেন, হারুন অর রশিদ, পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, মাসুমা বেগম, এমএম আজিজুল হাকিম, ময়না খাতুন, জুলি শেখ, আব্দুর রাজ্জাক রাজু, নাজমা কামাল, কেডি বাবু, আকরামুল ইসলাম, শেখ জিয়াদুল ইসলাম, মসিউর রহমান, আব্দুল গফফার মোড়ল, শিকদার আবু হানিফ সোহেল, কবির উদ্দীন সরদার, পার্থ প্রতীম চক্রবর্তী, কাজল, আব্দুর রাজ্জাক সানা ও রায়হান পারভেজ রনি। 

অনুরূপভাবে সন্ধ্যায় বাঁকা বাজার চত্তরে এইচএম ফারুক আহমেদের সভাপতিত্বে রাড়–লী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগনেতা ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বক্তব্য রাখেন, ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, আব্দুল হাকিম গোলদার, আঃ হামিদ গাজী, গনেশ মন্ডল, আব্দুস সাত্তার গাজী, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, শফিকুল ইসলাম গাজী, অসীম দাশ, শিমুল গাজী ও নিত্যনন্দ দাশ।