Opu Hasnat

আজ ২২ নভেম্বর শুক্রবার ২০১৯,

মাগুরায় এইচআইভি এইডস রোগ প্রতিরোধে গণ সচেতনতা সভা মাগুরা

মাগুরায় এইচআইভি এইডস রোগ প্রতিরোধে গণ সচেতনতা সভা

মাগুরায় এইসআইভি এইডস রোগ প্রতিরোধে গণসচেতনতা মুলক সভা মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

স্বেচ্ছাসেবী  প্রতিষ্ঠান লাইট হাউস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা। বক্তৃতা করেন- ডা: সুব্রত কুমার, ডা: তারিকুজ্জামান, লাইট হাউস মাগুরার ম্যানেজার মো; আসাদুল হক ও স্থানীয় নেতৃবৃন্দ। 

বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্য, সাংবাদিক, আইনজীবী, পুলিশ ও তৃতীয় লিঙ্গের সদস্যরা (হিজড়া) এ সভায় অংশ গ্রহন করে। সভায় এইডস রোগ কি ও কেন হয় এবং এর পরিনতি সম্পর্কে জনগণ কে অবহিত করতে সুশীল সমাজের প্রতিনিধিদের কে অহবান জানানো হয়। এইডস রোগ এবং স্বেচ্চাসেবী প্রতিষ্ঠান লাইট হাইসের সেবা সমুহু সভায় বর্ননা করা হয়।