Opu Hasnat

আজ ২৩ জুলাই মঙ্গলবার ২০১৯,

চবি শাহজালাল হলের প্রভোস্টকে অব্যাহতি শিক্ষাচট্টগ্রাম

চবি শাহজালাল হলের প্রভোস্টকে অব্যাহতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঐ হলের আবাসিক শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল রোববার দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তাকে অব্যাহতি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পানির সমস্যা, টয়লেট অপরিষ্কার, ছাদ থেকে পলেস্তরা খসে পড়াসহ নানা সমস্যায় জর্জরিত শাহজালাল হল।দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকরি কোনো পদক্ষেপ নেননি ওই হলের প্রভোস্ট সুলতান আহমদ। এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলনও করেন শিক্ষার্থীরা। গত ২৪ এপ্রিলও হলে তালা ঝুলিয়ে তার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে উপাচার্য প্রভোস্টের পদ থেকে তাকে অব্যাহতি দেন।