Opu Hasnat

আজ ২৬ আগস্ট সোমবার ২০১৯,

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে বিনোদন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে

উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আগামীকাল (২৯ এপ্রিল) তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

একুশে পদকপ্রাপ্ত সংগীততাঙ্গনের তারকা সুবীর নন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি। তার মস্তিষ্কের অবস্থাও ভালো না। এখনো ঝুঁকি রয়েছে ফুসফুসের প্রদাহ নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।