Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সুনামগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবন চালুর দাবিতে মানববন্ধন স্বাস্থ্যসেবাসুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবন চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত নতুন ভবনটি চালুর দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক এনাম চৌধুরী, পৌর কৃষকলীগনেতা হুমায়ুন কবির, জেলা সেবক এর সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মজনুসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন- সুনামগঞ্জ ২৫০ শয্যার হাসপতালের নতুন নির্মিত ৭ তলা ভবনটি দীর্ঘ দুই বছর আগে কাজ শেষ হলেও এখনও পর্যন্ত ভবনটি উদ্বোধন হচ্ছে না, যার ফলে জরাঝীর্ণ পুরাতন ভবটিতে সেবা নিতে আসা রোগীদের জায়গা সংকট, পর্যাপ্ত চিকিৎসা সেবাসহ নানা সংকটে পড়তে হয়। রোগীদের মেঝেতে কখনও বারান্দায় রাত কাটাতে হয়।

বক্তারা বলেন- নতুন ভবনটি চালু হলে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও জায়গা সংকট অনেকটা সমাধান হবে যাতে করে হাওর এলাকার মানুষদের চিকিৎসা সেবার সমস্যা সমাধান হবে। তাই দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালের নতুন নির্মিত ভবনটি চালু করা দাবি জানান বক্তারা। 

এই বিভাগের অন্যান্য খবর