Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সৈয়দপুর সেনানিবাসে ৯ম কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক প্যারেড অনুষ্ঠিত নীলফামারী

সৈয়দপুর সেনানিবাসে ৯ম কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক প্যারেড অনুষ্ঠিত

সৈয়দা রুখসানা জামান শানু, নীলফামারীর সৈয়দপুর থেকে : নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে বুধবার (২৪ এপ্রিল) ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের (ইএমই) ৯ম কমান্ড্যান্ট অভিষেক প্যারেড ও বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেনানিবাসে শহীদ ক্যাপ্টেন নূরুল আবছার প্যারেড গ্রাউন্ডে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যারেড পরিচালনা করেন মেজর পলাশ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে ইএমই কোরের জ্যেষ্ঠ জেসিও নবনিযুক্ত কর্ণেল কমান্ডার মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্ণেল কমান্ড্যান্ট  র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেওয়া হয়। নবনিযুক্ত কর্ণেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান ২২ ডিসেম্বর ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরে কমিশন লাভ করেন। তিনি একজন খ্যাতিমান তড়িৎ প্রকৌশলী। তিনি বুয়েট থেকে ১৯৮৮ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং একই বিশ্ববিদ্যালয় হতে ২০১২ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্রাজুয়েট।

তিনি ৯ম কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, যে কোন মূল্যে শান্তি শৃংখলা বজায় রাখতে হবে। সকল সৈনিকদের দেশসেবার মনোভাব কাজ করতে হবে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ও ৭১ সালে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। অনুষ্ঠানে সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, সকল স্তরের ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা প্যারেড উপভোগ করেন। তিনি মুক্তিযুদ্ধের স্মারক বিজয় গৌরবে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষ চারা রোপণ করেন।

এই বিভাগের অন্যান্য খবর