Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ভৈরবে ভেজাল বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা কিশোরগঞ্জ

ভৈরবে ভেজাল বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় মোড়কজাত করন বিধি না মেনে খাদ্য পন্য বাজারজাত করার অপরাধে বেবি বেকারিকে পাঁচ হাজার টাকা এবং ক্ষতিকর দ্রব্য (জিংক অক্সাইড যা দেয়ালের চুনকালি করতে ব্যবহার করা হয়, ঘনচিনি ও রঙ) মিশিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে জে এল ফুড এন্ড ভেবারেজকে পঞ্চাশ হাজার টাকাসহ মোট পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে (২৩ মার্চ) কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেনভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম। সহকারি পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে । জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে ।