Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

সুনামগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জ

সুনামগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপস্থিত জেলা আওয়ামী লীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনায় দালালমুক্ত পরিবেশে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের অনুরোধ জানানো হয়। 

জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পি.পি (নারী ও শিশু) অ্যাডভোকেট নান্টু রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের।

আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সদস্য তাহের উদ্দিন, সাব্বির আহমদ, তারেক মিয়া, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মাইনুল হক, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষক বান্ধব সরকার সুনামগঞ্জে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় করলেও প্রকৃত কৃষকরা খাদ্য গোদামে ধান বিক্রি করতে পারেন না। সরকারি গোদাম কর্তকর্তা-কর্মচারীদের সাথে আতাত করে একশ্রেণির দালালচক্র কৃষকদের নামে ফায়দা লুটে। যার কারণে সরকারের এই মহৎ উদ্যোগ কৃষক পর্যায়ে প্রতিফলিত হচ্ছে না। কৃষকদের সরকারি-সুযোগ সুবিধা নিশ্চিত করতে ধান ক্রয় অভিযানে দালালমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকেই বোরো ধান সংগ্রহ করতে হবে। যাতে কৃষকরা সরকারি গোদামে নিজেরা ধান বিক্রি করতে পারে সেই বিষয়ে প্রশাসনসহ সবাইকে নজরদারী করতে হবে।’ 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য অরুন চন্দ্র দে, রফিকুল ইসলাম কালা মিয়া, ছালমা আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, সদস্য মেহেদী হাসান লিটন, সদর থানা তাতী লীগের আহবায়ক নুরুল আমিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরন, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক এমএ আরমান অপি, বঙ্গবন্ধু সৈনিক লীগের পৌর শাখার সহ সভাপতি আবু সাদিক প্রতীম, সুনামগঞ্জ পৌর কৃষক লীগের সদস্য এনামুল হক জসিম, ২ নং ওয়ার্ড কৃষক লীগের সহ সভাপতি রাজু আহমদ, ৩ নং ওয়ার্ড কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক উসমান গণি ভূঁইয়া, ৮ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ফারুক আহমদ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সম্পা রানী দে, মহিলা বিষয়ক সম্পাদক আজিজুন নেছা, ৯ নং ওয়ার্ড কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ভূমি বিষয়ক সম্পাদক ময়না মিয়া, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর