Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

হারানো মহিলাকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন এএসআই জিয়াউর সুনামগঞ্জ

হারানো মহিলাকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন এএসআই জিয়াউর

দক্ষিণ সুনামগঞ্জের হারিয়ে যাওয়া শাহারা বেগম (৫০)কে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছেন থানার এএসআই জিয়াউর রহমান। গত মঙ্গলবার বিকালে থানার আঙ্গিনায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক গ্রামের আব্দুস শহীদের স্ত্রী শাহারা বেগম নামের মহিলাকে এএসআই জিয়াউর রহমান দেখলে মহিলাকে জিজ্ঞাসাবাদে কিছুই বলতে পারছেনা। তিনি তখন থানায় নিয়ে এই মহিলাকে খাবার খাওয়ান। অনেক জিজ্ঞাসাবাদে এই মহিলা বাড়ীর খোজ বের করে ২দিন নিজ হেফাজতে রেখে তাহার আপন বড় বোন শিমুলবাক গ্রামের মৃত আব্দুন নুরের স্ত্রী জহর বানুর কাছে আজ বৃহপতিবার দুপুরে সমজিয়ে দেন। বলা যায় আজও মানবতা বেচে আছে।