Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহন করলেন ফারুক হোসেন ফরিদপুর

ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহন করলেন ফারুক হোসেন

নবাগত হিসেবে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বভার গ্রহন করলেন কে.এম.ফারুক হোসেন। এ উপলক্ষে বুধবার রাত ৮টায় ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মন্ডলের সভাপতিত্বে ফরিদপুর এলজিইডির আঞ্চলিক সম্মেলন কক্ষে এক বিদায় ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এসময় সদ্য সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ নূর হোসেন ভুঞাঁ তার দায়িত্বভার নবাগত নির্বাহী প্রকৌশলী কে.এম.ফারুক হোসেনের কাছে হস্তান্তর করেন।   

অনুষ্ঠানে নবাগত নির্বাহী প্রকৌশলী বলেন, ফরিদপুরে যে উন্নয়নের জোয়ার বইছে আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমার সব শ্রম, মেধা ও প্রচেষ্টা অব্যাহত রাখবো। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী বিমল চন্দ্র, নারায়ন চন্দ্র, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজুমল হাসান লেভী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

অনুষ্ঠানে জেলার এলজিইডি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ঠিকাদাররা অংশ নেয়।

এই বিভাগের অন্যান্য খবর